মুহ্তারাম,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সমস্ত প্রশংসা মহান আল্লাহ তায়ালার। যিনি মানুষকে এ পৃথিবীতে সর্ব শ্রেষ্ট জীব হিসেবে প্রেরণ করেছেন। আর শ্রেষ্ঠত্বের কারণ হলো উত্তম চরিত্র ও নীতি নৈতিকতা। আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) হলেন সর্বোত্তম চরিত্র ও নৈতিকতার ধারক-বাহক। মহান আল্লাহর বাণী, “নিঃসন্দেহে তুমি নৈতিকতার অতি উচ্চ মর্যাদায় সমাসীন” (সূরা কালাম-৪)
তাই রাসুল (সা:) এর আদর্শে, নিজেকে গড়তে হলে ইলমে ওহীর শিক্ষায় শিক্ষিত হতে হবে। সে শিক্ষায় শিক্ষিত করা ও আদর্শ বাস্তবায়নের লক্ষেই ২০১৮ইং সনে প্রতিষ্ঠিত হয়েছে “মাদরাসা উমর বিন খাত্তাব (রা:)”। নূরানী ত’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত।
ধন্যবাদান্তে--
মাওলানা হোসাইন আহমদ
প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল
মাদরাসা উমর বিন খাত্তাব (রা:)
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন । সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি , যিনি অল্পদিনেই মুকাদ্দামাতুল কুরআন হিফয মাদ্রাসার উন্নতি ব্যবস্থাপনা আয়োজন এবং শিক্ষকদের পরিশ্রমের বিনিময়ে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় একাধিকবার পুরস্কার প্রাপ্ত হয়েছে অত্র মাদ্রাসার ছাত্ররা ,এবং জাতীয় প্রতিযোগিতায় পিএইচপি কোরআনের আলো এনটিভির পবিত্র কোরআনের আলো বাংলাভিশন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় অর্ধশতাধিক পুরস্কার নিয়ে আশার আসার তৌফিক দান করেছেন ।
Hossain Ahmad
Founder & Principal